1426846387

দৈনিকবার্তা-যশোর , ২০ মার্চ: মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, চলমান আন্দোলনের নামে নাশকতার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই দিন যতই যাচ্ছে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। তারপরও যে দু’একটি ঘটনা ঘটছে তা প্রতিরোধ করতে জনগণকে পুলিশের সাথে থাকতে হবে। শুক্রবার দুপুরে যশোরের অভয়নগরে নওয়াপাড়া হাইওয়ে থানার নবনির্মিত ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি নাশকতা সহিংসতার ঘটনা ঘটছে মহাসড়কে। তাই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জীবনযাত্রা স্বাভাবিক করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার সাজিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা কেএমপি পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও পুলিশের হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম। এ সময় আইজিপি বেলুন উড়িয়ে ও ফিতে কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এদিকে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে কমিউনিটি পুলিশ সমাবেশে আইজিপি শহীদুল হক প্রধান অতিথির বক্তব্য রাখবেন।