1424959719_7

দৈনিকবার্তা-ভোলা, ২৯ মার্চ: ভোলায় মিঠা পানি ও খাবারে সন্ধানে বনের হরিণ লোকালয়ে চলে আসতে শুরু করেছে। রোববার সকালে চরফ্যাশনের ঢালচরের নার্সারি এলাকায় চলে আসা ২টি হরিণ উদ্ধার করা হয়েছে। হরিণগুলো চিত্রা প্রজাতির ও গর্ভবতী বলে জানিয়েছে বন বিভাগের সংশ্লিষ্টরা।জানা যায, সকাল ৮ টার দিকে চরফ্যাশনের ঢালচর এলাকার নদীতীর সংলগ্ন নার্সারি এলাকায় হরিণ দুটি ভাসতে ভাসতে চলে আসে। পওে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে হরিণ দুটি উদ্ধার শেষে প্রথমিক চিকিৎসা দেন।

আবহাওয়ার পরিবর্তন ও চৈত্র মাসের মাঝামাঝি সময়ে প্রচন্ড রোদে বনে হরিণের খাদ্য ও মিঠা পানির সংকট দেখা দেয়। তাই হরিণগুলো ঢালচরের কাছাকাছি চর শাহ জালাল থেকে চলে আসতে পারেন বলে তার ধারণা করেন এলাকাবাসী।ঢালচর বন বিভাগের রেঞ্জ অফিসার সৈয়দ নুরুজ্জামান জানান, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে খাবার ও মিঠা পানির সংকটের কারণে খাবারের সন্ধানে এসে নদীতে পড়ে যায় হরিণ দুটি। তিনি আরো জানান, হরিণ দুটি সুস্থ রয়েছে এবং চরকুকুরী-মুকরী সংরক্ষিত বনে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।