দৈনিকবার্তা_DoinikBarta_gold_cheed_29825

দৈনিকবার্তা-ঢাকা,  ৪এপ্রিল: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪৮ গ্রাম স্বর্ণসহ কুয়েত এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।আটক হওয়া ওই কেবিন ক্রুর নাম আসলাম ওমর বেলিম ( ৪৫)।আটক হওয়া সোনার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বিমানবন্দর থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) উম্মে নাহিদা আক্তার বাসসকে জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে কুয়েত থেকে ইকে-২৮৩ নম্বরের ফ্লাইটটি ঢাকায় আসে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ওই বিমানের কেবিন ক্রু আসলাম ওমর বেলিমকে ( ৪৫) আটক করে।

পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৫৪৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০ তোলা ওজনের ৪টি স্বর্ণের বার ও ৮২ গ্রাম সোনা রয়েছে।আটক হওয়া স্বর্ণ গুলো কাস্টমসের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যকস্থ’া গ্রহন করা হয়েছে।