DoinikBarta_দৈনিকবার্তাRyad_2

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ এপ্রিল: পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশই ফেবারিট বলে মনে করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তান সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং ক্রিকেট শক্তির একটি হলেও আগামী শুক্রবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ফেবারিট হিসেবে মাঠে নামবে বলে বিশ্বাস করছেন অলরাউন্ডার রিয়াদ।মূলত দুই দলই ভিন্ন ধর্মী শক্তি নিয়ে সিরিজ শুরু করায় রিয়াদের আত্মবিশ্বাসটা অনেক বেশি। উভয় দলই সদ্য সমাপ্ত বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নিয়েছে।ক্রিকেটপরাশক্তি ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছিল টাইগাররা।

কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বলি হতে হয়েছিল টাইগারদের। পক্ষান্তরে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার কাছে পরাজিত কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাকিস্তান।নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান ছিলেন রিয়াদ। গ্লোবাল এ টুর্নামেন্টে কেবলমাত্র প্রথম নয় পর পর দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৯ বছর বয়সী রিয়াদ।টপ অর্ডার এ ব্যাটসম্যান বলেন, ‘বিশ্বকাপের পারফরমেন্সের কারণে আমাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি থাকবে। ইনশা-আল্লাহ ফেবারিট হিসেবেই আমরা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামব।‘সব কিছুর আগে আমরা এই ওয়ানডে সিরিজ জিততে চাই। আমরা একটি দল হিসেবেই ধারাবাহিকভাবে ভাল পারফরমেন্স করতে পারি বিশ্বকাপেই সেটা প্রমাণ করেছি। সেটা ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত আমরা একটা ভাল ফল আশা করতে পারি।অতএব প্রথম ওয়ানডেতে ভাল শুরু করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।