DoinikBarta_দৈনিকবার্তা 396640779

দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ, ২৫ এপ্রিল: সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর (যুগ্ন সচিব) প্রধান অতিথি হিসেবে একটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ আলাউদ্দীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরিৎ কুমার সাহা, ইপিআই তত্ত্বাবধায়ক আমিরুল মোমেনিন জীবনসহ সংশ্লিষ্টরা। উল্লেখ্য সমগ্র জেলার ৫টি উপজেলার প্রায় ২ লক্ষ শিশুকে একযোগে নীল ও লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল, বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে খাওয়ানো হয়। যোগাযোগ কেন্দ্রগুলিতেও ভ্রাম্যমান দল এ লক্ষ্যে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করে। সিভিল সার্জন ডা. আলাউদ্দীন জানান, চাঁপাইনবাবগঞ্জে ইপিআই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম কোনরকম ঝামেলা ছাড়াই সফল হয়েছে। তিনি আরো বলেন, এবার জটিলতা এড়াতে ভিটামিন এ প্লাসের সঙ্গে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়নি।