Thakurgaon Mp Pic

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২৬ এপ্রিল: শিক্ষাকে মানুষের দোড়গড়ায় পৌছে দেওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এম.পি। তিনি শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। ৩৯ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে এই কাজটির বাস্তবায়ন করেন ঠাকুরগাঁও এলজিইডি। এ ভবনটি নির্মাণের ফলে ১শ শিক্ষার্থী উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ লাভ করবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল রাজি স্বপন চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রমেশ চন্দ্র সেন আরো বলেন, বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। মানুষ এখন ঘরে বসেই সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ সংযোগ আছে। বিদ্যুৎ চলে গেলেও সোলার লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। যেকোন জায়গায় চাকুরী করতে গেলে সেখানে শিক্ষার দরকার হয়। তাই তিনি সকলকে শিক্ষা গ্রহণের অনুরোধ জানান।