DoinikBarta_দৈনিকবার্তা Road-Accident

দৈনিকবার্তা-ব্রাহ্মণবাড়িয়ায়, ২৭ এপ্রিল: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মীরহাটি এলাকায় বাস-মাইক্রো-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বাস যাত্রী। এর মধ্যে ১৩ জনকে জেলা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।আহত যাত্রী বিজয়নগরের পাইকপাড়া গ্রামের এলাহি মিয়া জানান, কসবার কুটি থেকে হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা স্থানীয় দিগন্ত পরিবহনের একটি বাস (ব্রাহ্মণবাড়িয়া-ব-০৫-০০২৩) নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি ডান পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাস ও সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটিতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটিকে উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যানজট নিরসনের কাজ করে।