wemourn

দৈনিকবার্তা-যশোর, ০৬ মে: ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ খান জাহান আলী আজ সকাল ০৫.০০ ঘটিকার সময় নামাযরত অবস্থায় মৃত্যুবরন করিয়াছেন (ইন্নানিলস্নাহি ওইন্না ইলাইহি রাযিউন)৷ তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে যশোর সদর সেক্টরে অংশগ্রহণ করেন৷ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি সাহসিকতার সাথে যুদ্ধকরে আমাদের জন্য রেখে গেছেন আজকের স্বাধীন ভূখন্ড, আমাদের এই বাংলাদেশ৷ যুদ্ধপরবতর্ী সময় তিনি সাহসিকতার সাথে সাড়ে ৩২ কেজি স্বর্নের চোরাচালান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ায় ১৯৮৬ইং সালে গণপ্রজাতনন্ত্রী বাংলাদেশ সরকার তাকে “গোল্ড মেডেল” প্রদান করে৷ এই মহান মুক্তিযোদ্ধাকে যথাযোগ্য মযর্াদায় পরিবারিক কবরস্থানে দাফন করা হয়৷ তিনি তার স্ত্রী, ছেলে-মেয়ে ও অসংখ্য সুভাকাঙ্খি রেখে গেছেন৷ আমরা মহান বীর মুক্তিযোদ্ধার রূহের মাগফিরাত কামনা করি৷