abbas-1427870966_78518

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ৮ মে: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনিসুল হক বলেছেন, ঢাকার নগরবাসীর সুযোগ-সুবিধা বাড়িয়ে তাদের সেবা করা। ঢাকাকে আলোকিত করার কাজ করছি। মশা একটি নগরবাসীর বড় অসুবিধা। সেদিকে আমরা কাজ করছি।ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র সাঈদ খোকন বলেন, টেন্ডারবাজী ঠেকাতে সব কিছুই অনলাইনে করা হবে। দূর্নীতির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স থাকবে। পাশাপাশি ঢাকাকে আধুনিক রাজধানী হিসাবে গড়ে তোলার সর্বাতক চেষ্ঠা থাকবে। এক সপ্তাহের মধ্যে যানজন নিরসনের জন্য কাজ শুরু করা হবে।

শুত্রবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন।এর আগে প্রথমে টুঙ্গিপাড়ায় পৌঁছে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এবং পরে ঢাকা দক্ষিনের মেয়র সাঈদ খোকন বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর নব-নির্বাচিত কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা জানান। তাদের সাথে সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ দলীয় নেতাকর্মীরা উপন্থিত ছিলেন।