15525677727_d70b38c687_b

দৈনিকবার্তা-যশোর, ৮ মে: যশোর ২৬ বিজিবির সদস্যরা বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ২১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে।বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, অবৈধ পারাপারের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন বেনাপোল সীমান্ত পথে দুই থেকে তিন’শ নারী-পুরুষ অবৈধ পারাপার হয়। পাসপোর্ট ও ভিসা জটিলতার কারণে সীমান্ত পথে অবৈধ পারাপার বৃদ্ধি পাচ্ছে।