দৈনিকবার্তা-গাজীপুর, ১৬ মে: গাজীপুরের কাপাসিয়ায় ৭৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। কাপাসিয়া থানা এসোসিয়েশন অব ইউএসএ এর পক্ষ থেকে এ বৃত্তি প্রদান করা হয়। গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ অডিটারিয়ামে কাপাসিয়া থানা এসোসিয়েশন অব ইউ এস এ’ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
এসোসিয়েশন এর সভাপতি এম ডি এ খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, ,দৈনিক জনকন্ঠ পত্রিকার চীফ রিপোর্টার মো: ওবায়দুল কবীর, কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার মো: আনিসুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড,রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মো: সিরাজ উদ্দিন আহমেদ,বিশিষ্ঠ সমাজ সেবক আবদুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আইন উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার ৭৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে যারা জি এস সি পরীক্ষায় মেধা তালিকায় রয়েছে (অষ্টম শ্রেণিতে প্রথম স্থান পাওয়া) তাদেরকে মেধা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে নগদ ৩হাজার টাকা ও উপহার সামগ্রী দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: সিরাজ উদ্দিন আহমেদকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে সম্মাননা দেয়া হয়।