1432284201

দৈনিকবার্তা-লন্ডন, ২২ মে : বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন৷ শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি মুক্তি পান বলে জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান৷ প্রশান্ত কুমারের ভাষ্য, গত রাতে শমসের মবিনের জামিনের কাগজ কারাগারে পৌঁছায়৷ যাচাই-বাছাই শেষে আজ তাঁকে মুক্তি দেওয়া হয়৷ শুক্রবার বেলা দেড়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে কারাধ্যক্ষ নাসির আহমেদ জানান৷হাই কোর্ট গত ৬ মে শমসের মবিনকে দুই মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে তার মুক্তি আটকে থাকে৷ চেম্বার বিচারপতি গত ১৯ মে হাই কোর্টের রায় বহাল রাখলে সেই বাধা কাটে৷

জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তা যাচাই বাছাই শেষে শুক্রবার দুপুরে শমসের মবিনকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ৷ বছরের শুরুতে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৮ জানুয়ারি বনানীর ডিওএইচএস মসজিদ রোডের একটি বাসা থেকে শমসের মবিনকে গ্রেপ্তার করে পুলিশ৷গত ডিসেম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশিবাজারে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়৷ বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন গত ১৭ মে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান শমসের মবিনসহ কারাবন্দি জ্যেষ্ঠ নেতাদের অবস্থা সংকটাপন্ন বলে দাবি করেন এবং মানবিক কারণে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানান ৷