DoinikBarta_দৈনিকবার্তা_Argentina_bg_257989682

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মে: চিলিতে অনুষ্ঠিতব্য ৪৪তম কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। লিওনেল মেসির নেতৃত্বে ১৫তম শিরোপা জয়ের মিশনে নামবে আলবিসেলেস্তেরা।ইনজুরি সমস্যায় ভুগলেও চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন তারকা মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া। অন্যদিকে, ত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্রাজিল বিশ্বকাপে খেলা মিডফিল্ডার এনজো পেরেজ। পর্তুগিজ ক্লাব বেনফিকার অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলাস গাইতানকেও বাদের খাতায় রাখা হয়েছে।প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন গোলরক্ষক অগাস্টিন মার্চেসিন, ডিফেন্ডার ফেদেরিকো ফার্নান্দেজ ও লুকাস অরবান, মিডফিল্ডার ফেদেরিকো মানকুয়েল্লো ও ম্যাক্সি রদ্রিগেজ।আগামী ৫ জুন আর্জেন্টিনা দলের চিলি সীমান্তে অবস্থিত সান হুয়ানে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে শেষ প্রস্তুতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। বি গ্র“পে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা।