DoinikBarta_দৈনিকবার্তা_11242789_913466905358936_6264403091349075944_n_67610-600x330

দৈনিকবার্তা-কক্সবাজার, ২৮ মে: আড়াইশো মানবপাচারকারীদের নতুন তালিকা প্রকাশ করেছে কক্সবাজার জেলা পুলিশ। এ তালিকায় স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির নাম রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।এদিকে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে ৩ মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও টেকনাফ থানা পুলিশ তাদের আটক করে।আটককৃতরা হলো: উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার আলী আহমদের ছেলে খলিলুর রহমান (৩৮), টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার সুলতান আহমদের ছেলে আবদুস সামাদ (৩৫) ও আবদুল হামিদ (৩০)। টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মানবপাচারকারী সামাদ ও হামিদ নামের ২ সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচারে জড়িত থাকার অভিযোগে এ ২ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মামলা রয়েছে। এসব মামলায় তাদেও গ্রেপ্তার দেখিয়ে প্রেরণ করা হবে।

কক্সবাজার ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমন কান্তি চৌধুরী জানান, উখিয়ার বিভিন্ন এলাকা থেকে পাচারের শিকার লোকজনের ক্ষুব্ধ স্বজনরা পাচারকারী খলিলুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ডিবি পুলিশের সদস্যরা উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ায় গিয়ে তাকে আটক করেছে।তাকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।পুলিশ জানিয়েছে, সম্প্রতি থাইল্যাড ও মালয়েশিয়ায় অভিবাসীদের গণকবরের সন্ধান পাওয়ায় মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।এদের বেশিরভাগই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বলে জানা গেছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কয়েকজন নিহতও হয়েছেন। কক্সবাজারে পৃথক অভিযানে চার মানব পাচারকারী আটক