01(1)
দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল) , ০৮ জুন: চারিদিকে নদী ঘেরা বরিশালের গৌরনদীর সীমান্তবর্তী মুলাদী উপজেলার জনগুরুত্বপূর্ণ মৃধারহাট লঞ্চঘাটে দীর্ঘদিন থেকে টার্মিনাল না থাকায় প্রতিদিন শত শত লঞ্চ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ বরিশাল-ঢাকা নৌ রুটের লঞ্চগুলোতে যাত্রীদের ওঠানামা করতে গিয়ে প্রতিদিনই ছোট-বড় দূর্ঘটনা লেগেই রয়েছে৷
জানা গেছে, মৃধারহাট লঞ্চঘাট দিয়ে প্রতিদিন পাশ্ববর্তী গৌরনদীর মিয়ারচর, হিজলা ও শরিয়তপুরের শত শত লঞ্চ যাত্রীরা ঢাকায় এবং ছোট ছোট লঞ্চে বরিশালের বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকেন৷ বিআইডবি্লউটি’র উদ্যোগে অনেকদিন পূর্বে ওই লঞ্চঘাটে একটি টার্মিনাল স্থাপন করা হয়েছিলো৷ যা গত কয়েক বছর পূর্বে ব্যবহারে পুরোপুরি অযোগ্য হয়ে পড়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ স্থানীয়রা জানান, আসন্ন বর্ষামৌসুমে যাত্রীদের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে৷ অতিসমপ্রতি মৃধারহাট লঞ্চ ঘাট ইজারা নিয়ে বিপাকে পড়েছেন ইজারাদার৷ লঞ্চঘাটে টার্মিনাল না থাকায় কোন লঞ্চযাত্রীরাই ইজাদারকে টাকা দিচ্ছেন না৷ এনিয়ে যাত্রীদের সাথে প্রতিনিয়ত ইজারাদারের বাগ্বিতন্ডা লেগেই রয়েছে৷ বর্ষা মৌসুমের আগেই লঞ্চ যাত্রীদের ভোগান্তি লাঘবে ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ মৃধারহাট লঞ্চ ঘাটে টার্মিনাল স্থাপনের জন্য ভূক্তভোগীরা নৌ-মন্ত্রী ও বিআইডবি্লইটিএ’র উধর্্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন৷