btcl

দৈনিকবার্তা-lঢাকা, ১৭ জুন: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ে এলো সাশ্রয়ী দামে ইন্টারনেট কানেকশন। এই সংযোগটির নাম জিপিওএন। এটির সংযোগ পাওয়ার জন্য কোনো টেলিফোন সেটের দরকার নেই। বাসা কিংবা অফিসে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে।

জিপিওএন ইন্টারনেট সংযোগটি ফি মাত্র ২০০০ হাজার টাকা। সংযোগ ফির সঙ্গে কনফিগারেশন ফি বাবদ আরও ৫০০ টাকা দিতে হবে।এই সংযোগে মাসে ১ এমবিপিএস গতির আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে ১০০০ টাকায়। ২ এমবিপিএসের মূল্য ১৫০০টাকা এবং ৪ এমবিপিএসের দাম ২৮০০টাকা।বর্তমানে রাজধানীর মিরপুর এলাকায় এই জিপিওএন সংযোগটি দেয়া হচ্ছে। বিটিসিএল জানিয়েছে খুব শিগগিরই পুরো ঢাকা শহরকে জিপিওএন নেটওয়ার্কের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে জেলা সদরে সেবাটি সম্প্রসারিত করা হবে।

বিস্তারিত তথ্য জানা যাবে এই ঠিকানায়: www.btcl.gov.bd, e-mail: sdepmpmir@gmail.cm, টেলিফোন: ৫৮০৭০০০০