cms.som_70886

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ২০ জুন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান বলেছেন, নির্মাণাধীন বহুল কাঙ্খিত পদ্মা সেতু চালু হলে মুন্সীগঞ্জ হবে দেশের সর্ববৃহত্‍ অর্থনৈতিক অঞ্চল৷ এই জেলার বাউশিয়ায় যে পোশাক শিল্পপলস্নী গড়ে উঠছে, এখানে দেশের পোশাক শিল্প কারখানাগুলো ক্রমান্বয়ে স্থানানত্মরিত হবে৷শনিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জয়ী মুন্সীগঞ্জ, জয়ী বাংলাদেশ’ শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব সম্ভাবনার কথা তুলে ধরেন৷ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার ১৩ গুনী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়৷

জেলা প্রশাসক মো.সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এডভোকেট মৃনাল কানত্মি দাস, সাংবাদিক জাহিদুজ্জামান ফারম্নক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর ছিদ্দিক, পুলিশ সুপার বিপস্নব বিজয় তালুকদার, প্রফেসর মো. সিরাজুল ইসলাম, এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহা, সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলে আজিম বক্তব্য রাখেন৷অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরীতে অসামান্য অবদানের জন্য ১৩ জনকে সম্মাননা প্রদান করা হয়৷ সম্মাননা প্রাপ্তরা হলেন- বিচারপতি এএফএম আবদুর রহমান, ব্যারিস্টার মো. হারম্নন অর রশিদ, মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর সুখেন চন্দ্র ব্যানাজর্ী, আলহাজ মো. আবু সাঈদ, মো. ওসমান গণী তালুকদার, শেখ মোহাম্মদ আজাহার হোসেন, প্রকৌশলী আব্দুল জলিল ঢালী, মো. আকরাম আলী মৃধা, অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, মো. আলমাস খান, মো. নুরম্নল ইসলাম ও মোহাম্মদ রানা শফিউলস্নাহ৷অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতির রহমান আরো বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন গতিশীল রাখতে মুন্সীগঞ্জ জেলা গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ রাজধানীর অদূরে অবস্থান এবং ঐতিহ্যগত কারণে এই জেলা সম্ভনাময় এলাকা৷

তিনি এই সম্ভবনাকে কাজে লাগাতে মানসম্মত শিক্ষা বিসত্মার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, পরিকল্পিত পরিবার গঠন, পরিচছন্ন ও পরিবেশবান্ধব মুন্সিগঞ্জ জেলা গড়ে তোলার ওপর গুরম্নত্বারোপ করেন৷কৃতি মানুষদের সম্মাননা প্রদানের মতো সৃজনশীল উদ্যোগ গ্রহণ করায় গভর্নর মন্সীগঞ্জ জেলা প্রশাসনকে অভিনন্দন জানান৷