দৈনিকবার্তা-_20150621195909দৈনিকবার্তা-গাজীপুর, ২১ জুন: গাজীপুরের কালিয়াকৈরে মগজবিহীন এক শিশুর জন্ম হয়েছে। কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের সাদুল্ল্যাপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী কল্পনা বেগম এ শিশুটির জন্ম দেন। রবিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নবজাতককে নিয়ে তার মা বাড়ি ফিরে গেছেন।

কালিয়াকৈর সেন্ট্রাল হসপিটালের ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম জানান, কালিয়াকৈর সেন্ট্রাল হসপিটালে অস্ত্রপ্রচারের মাধ্যমে বৃহস্পতিবার দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের সাদুল্ল্যাপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী কল্পনা বেগমের একটি মেয়ে সন্তান ভ’মিষ্ঠ হয়। হাসপাতালের গাইনী বিভাগের সার্জারী ডাঃ মোঃ নূমানুর রহমান অস্ত্রপ্রচার করেন। সদ্য ভূমিষ্ঠ এ শিশুর মাথাটি অসম্পূর্ণ হয়েছে। মগজ বিহীন শিশুটির মাথায় একটি ছিদ্র রয়েছে। চিকিৎসকরা শিশুটিকে মুখ দিয়ে পানি বা দুধ পান করাতে পারলেও ওই খাবার মাথার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। তবে সে তার হাত ও পা স্বাভাবিক ভাবে নাড়াচড়া করছে। শিশুটির মাথা ও মগজ পরিপূর্ণ না হওয়ায় এ অবস্থায় তাকে বেশীদিন বাঁচিয়ে রাখা সম্ভব নয়। রবিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নবজাতককে নিয়ে তার মা বাড়ি ফিরে গেছেন।