Bogra Pic-23

দৈনিকবার্তা-বগুড়া, ২৩ জুন: বগুড়া জেলা সদরের বাঘোপাড়া এলাকায় বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-১৩১৯) ও পিকআপ ভ্যানের (বগুড়া ন- ১১-০৬১০) সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জয়পুরহাট জেলা সদরের কুমার গ্রামের বদিউজ্জামানের ছেলে পিকআপ চালক মো. আসাদুজ্জামান (২২) এবং বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের জনাব ব্যাপারীর স্ত্রী রাহেলা বেগম (৫০)। পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি এনামুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে বাঘোপাড়া নামক স্থানে ঢাকামুখী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে একটি দোকানের সামনে অংশে ধাক্কা লাগে। এতে পথচারী রাহেলা বেগম এবং পিকআপ চালক আসাদুজ্জামান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠেঙ্গামারা ছাত্রাবাসের বুয়া নিহত রাহেলা বেগমের দাফন কাজ সম্পুর্ণ করা জন্য পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।