111

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুন ২০১৫: আসন্ন ঈদ সামনে রেখে জাল নোটের বিস্তার রুখতে ব্যবসায়ীদের মাঝে ২শ’ জালনোট শনাক্তকারী মেশিন বিতরণ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)৷রাজধানীর এফবিসিসিআই ভবনে মঙ্গলবার দুপুর দেড়টায় বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হয় এসব মেশিন৷

মেশিন বিতরণ অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, সরকার প্রতি বছরই জালনোট শনাক্ত করার জন্য নানা উদ্যোগ নেন৷ কিন্তু জালনোটের সাথে জড়িত চক্রটি খুব শক্তিশালী হওয়ায় সরকার এর প্রভাব কমাতে পারছে না৷ তা এই মেশিনগুলো মার্কেটের ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হচ্ছে৷ যেন প্রয়োজনে যে কোনো সময় তারা সন্দেহজনক টাকা পরীক্ষা করতে পারেন৷এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন বলেন, এসব মেশিনের দাম দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকা৷ ব্যবসায়ীরা নিজেরাই এ মেশিনটি কিনতে পারেন৷ ব্যবসায়ীদের হাতে জালনোট ধরা পড়লে তাত্‍ক্ষণিকভাবে ব্যবস্থা নিতে এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি৷জালনোট শনাক্তের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সময় সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. আবুল কাশেম৷