doinikbarta-hospital

দৈনিকবার্তা-ঢাকা, ১২ জুলাই ২০১৫: বাংলাদেশের সরকারী হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশ ও এর শৌচাগার ব্যাবহারে ফি আদায়ের পরিকল্পনা করছে সরকার৷প্রাথমিকভাবে ঢাকার বড় সরকারী হাসপাতালগুলোকে এর আওতায় আনা হবে৷স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, প্রবেশ ফি হিসেবে একশ থেকে দুইশ টাকা পর্যন্ত নির্ধারণ হতে পারে৷ রোগীর সাথে দুজন এটেনডেন্ট ছাড়া অন্য দর্শনার্থীদের এই ফি দিতে হবে৷

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং আইন কানুন খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মি. নাসিম৷ঢাকা এবং মফস্বল শহরগুলোতেও যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে রোগীকে দেখতেই হবে, সেটা হতে পারে না৷ প্রয়োজনে একটা ওয়েটিং রুম করে দেবো, সেখানে এসে খোঁজ নেবে৷ বলেন স্বাস্থ্যমন্ত্রী৷তিনি বলেন, অহেতুক দর্শনার্থীরা আসার কারণে চিকিত্‍সার পরিবেশও ব্যহত হয়৷এছাড়াও শৌচাগার ব্যবহারেও ফি আদায় করা হলে শৌচারগুলো আরো পরিষ্কার থাকবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম৷