DoinikBarta_দৈনিকবার্তা_REP

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৫ জুলাই ২০১৫: ঝিনাইদহের কালীগঞ্জে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে মহাসিন (৪৫) নামের এক নরপশু। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে গ্রামবাসী আবিরণ (৪০) নামের এক মহিলাকে আটক করেছে। শনিবার সকালে উপজেলার দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির বাবা মোবাইল ফোনে জানান, শনিবার সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এ সময় তার তৃতীয় শ্রেণীতে পড়–য়া মেয়েকে পাশের বাড়ির মৃত আনসার আলীর স্ত্রী আবিরণ ডেকে নিয়ে যায়। এর আগে আবিরনের ঘরে লুকিয়ে থাকা মহাসিন তার মেয়েকে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে মহাসিন পালিয়ে যায়। তিনি আরো জানান, মেয়ের অবস্থা আংশকাজনক। তারা তাকে হাসপাতালে আনার ব্যবস্থা করছেন।

এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রামবাসী আবিরণ নামের ঐ মহিলাকে আটক করে মারপিট করে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। ইতিমধ্যে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মেয়ের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব।