BC 22-05-15-D_01

দৈনিকবার্তা-ফেনী, ২৯ জুলাই ২০১৫: টানা ভারী বর্ষনে সঞ্চালন লাইনে গাছ ভেঙ্গে পড়ায় ফেনীর দাগনভূঞা উপজেলার ৩ গ্রামে গত ৪ দিন ধরে বিদ্যূৎ সংযোগ বিছিন্ন আছে। লাইন মেরামত কাজ শেষ হলেও বিদ্যুৎ কর্মীদের দাবীকৃত টাকা না দেয়ায় সংযোগ লাগেনি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গ্রাম গুলোর মানুষের দূর্ভোগের অন্তঃ নেই। নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখা খাদ্য সামগ্রী। বন্ধ হয়ে গেছে মোবাইল সংযোগ।এলাকাবাসী সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ, পশ্চিম গজারিয়া ও উত্তর গজারিয়া গ্রামে গত রোববার রাত থেকে সঞ্চালন লাইনে গাছ ভেঙ্গে পড়ায় ও খুটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে গ্রাম গুলোর মানুষের দূর্ভোগের অন্তঃ নেই। নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখা খাদ্য সামগ্রী। বন্ধ হয়ে গেছে মোবাইল সংযোগ। দাগনভূঞা পল্লী বিদ্যুতের জোনাল অফিসে বার বার ফোন করে অভিযোগ জানিয়ে কোন ফল হয়নি। গত মঙ্গলবার স্থানীয় লোকজন বিদ্যুত অফিস গিয়ে কর্মীদের আসতে অনুনয় বিনয় করলে তারা আসে। পরে কর্মীরা ভেঙ্গে যাওয়া বিদ্যুতিক খুঁটি মেরামত করে। ওমরাবাদ গ্রামের আবু সাঈদ জানান, ভাঙ্গা খুটি মেরামত শেষে বিদ্যুৎ কর্মীরা টাকা দাবী করে, লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানালে বিদ্যুত সংযোগ না দিয়ে তারা চলে যায়।ফেনী পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ইসমাইল হোসেন লিটন বিদ্যুত বিচ্ছিন্ন ও টাকা দাবীর বিষয়টি অফিসে জানাতে বলেন। এব্যাপারে দাগনভূঞা জোনাল অফিসের ডিজিএম সারওয়ার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি খবর নেবেন বলে জানান।