1439191607

দৈনিকবার্তা-নড়াইলে, ২৫ আগস্ট: বুধবার বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মজয়নত্মী উপলৰে নড়াইলে চার দিনব্যাপী এসএম সুলতান উত্‍সব শুরু হচ্ছে ৷শহরের সুলতান মঞ্চে উত্‍সবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহামুদ শরীফ৷এস এম সুলতান শিশু চারু ও কারম্নকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আর্ট ক্যাম্পের উদ্বোধন, চিত্র প্রদর্শনীর উদ্বোধন, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, পদক প্রদান মুন্সী ওয়ালিউর রহমান স্মৃতিপদক (সমাজসেবা) এবং এডভোকেট শরীফ আব্দুল হাকিম স্মৃতি পদক (সাংবাদিকতা) এবং আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷

downloadসংগঠন সভাপতি শেখ হানিফ জানান, এস এম সুলতান উত্‍সবের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে৷২৯ আগষ্ট সমাপনী দিনে এস এম সুলতান ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের আয়োজনে চিত্রানদীতে অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা৷১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন শিল্পী এস এম সুলতান৷ তার পিতা মেছের আলি এবং মা মাজু বিবি৷ এই চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটির্ষ্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছিল৷ ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সমারিক হাসপাতালে তিনি মৃতু্যবরণ করেন৷