ricetrucklost-thenewscompany

দৈনিকবার্তা-বগুড়া, ৩ সেপ্টেম্বর ২০১৫: বগুড়ার সানত্মাহার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তিন শত বসত্মা চালবাহি ট্রাক নিখোঁজ হয়ে গেছে৷ বর্তমানে ওই ট্রাকের চালক ও মালিকের সাথে যোগাযোগের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে চালের আড়তদার রাহুল খান ডাবলূ’র অভিযোগ পাওয়া গেছে৷

জানা গেছে, সানত্মাহার শহরের কলাবাগান এলাকার মেসার্স শ্রাবণী এন্টারপ্রাইজের মালিক রাহুল খান ডাবলু ৩১ আগস্ট সোমবার চট্টগ্রামের পাহাড়তলীর মেসার্স ইসলাম স্টোর-এ তিন শত বসত্মা চাল পাঠনোর জন্য সানত্মাহার পশ্চিম ঢাকা রোডে অবস্থিত ট্রাক বনত্মোবসত্মকারি অফিসের মুমিন, কালাম ও আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করে৷ তারা ঢাকা মেট্ট্রো-ট-১৪-৪৩৫২ নম্বরের একটি ট্রাক বন্দোবসত্ম করে দেয়৷ ওই বিকাল সাড়ে চারটার দিকে শ্রাবণী এন্টারপ্রাইজের গোডাউন থেকে ওই টাকে তিন শত বসত্মা চাল যার বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা বোঝাই করে এবং চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়৷ কিন্তু বুধবার সন্ধা পর্যনত্ম চালবাহি ট্রাকটি গনত্মব্যস্থানে না পেঁৗছায় চালের ক্রেতা-বিক্রেতা বিচলিত হয়ে পরে৷ তাঁরা ট্রাক চালক মিরাজুল ইসলামের মোবাইল ফোন (নং-গ১৯১৩-৪৩৩৮১২০) এ যোগাযোগ করলে বন্ধ পান৷ এরপর ট্রাক মালিক চট্টগ্রামের শাহী কার্গো সার্ভিসের শফিকুল ইসলামের মোবাইল ফোন (নং-০১৮৫৯-৯৯৪০৯৪) এ যোগাযোগ করলে সেটিও বন্ধ পান৷ অবশেষে মঙ্গলবার রাতে চাল প্রেরক সানত্মাহারের মেসার্স শ্রাবণী এন্টারপ্রাইজের মালিক রাহুল খান ডাবলু বাদী হয়ে আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেছেন৷ এ বিষয়ে যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্য (তদনত্ম) জহুরম্নল ইসলাম সাধারণ ডায়েরির ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ওই ট্রাকের সন্ধানে পুলিশি কার্যক্রম চলছে৷