সাকা চৌধুরীর ছেলে হুম্মাম

দৈনিকবার্তা-ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০১৫ : মানবতাবিরোধী অপরাধের বিচারে সাজাপ্রাপ্ত আসামি সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ওরফে কোকোর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত সিএমএম কায়সারুল আলমের আদালতে হাজির করে জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত। হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ। তিনি বলেন, আমার মক্কেল নির্দোষ। হুম্মাম কাদের চৌধুরীর মারামারিতে কোনো অংশগ্রহণ করেন নেই। ২০০৮ সালের জুলাই মাসে ধানমণ্ডি থানায় দায়ের করা এই মামলা বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

শনিবার সকালে ধানমণ্ডির বাসা থেকে ওই মামলায় হুম্মামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।হুম্মামের বিরুদ্ধে তার বাবা সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলাও রয়েছে। ওই মামলায় তার মা ফারহাত কাদের চৌধুরীও অভিযোগপত্রভুক্ত আসামি। ওই যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায়ে গত ২৯ জুলাই আপিল বিভাগ সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড বহাল রাখে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে তার ফাঁসি কার্যকরের পড্রক্রিয়া শুরু হবে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের তিন সন্তানের মধ্যে ছোট ছেলে হুম্মাম পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।