4_21988

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৫: ভারতের শিলং ও গৌহাটিতে আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান গেমস ও অনুধর্্ব ২১এশিয়া কাপ হকি প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রাথমিক ক্যাম্পের জন্য ৪০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে৷ বাছাইকৃত খেলোয়াড়দের আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৪.০০ টায় মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে সিলেকশন কমিটির কাছে রিপোর্ট করার জন্য ফেডারেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷

মনোনীত খেলোয়াড়রা হলেন : অসীম গোপ, জাহিদ হোসেন, আবু সাইদ নিপ্পন, রফিকুল ইসলাম, মনোয়ার হোসেন রাসেল, মো: খোরশেদুর রহমান, মো: সারোয়ার হোসেন, মো: মিলন হোসেন, ফরহাদ আহমেদ শিতুল, মো: মামুনুর রহমান চয়ন, মো: আশরাফুল ইসলাম, রোমান সরকার, এএইচএম কামরুজ্জামান, রেজাউল করীম বাবু, পুস্কর ক্ষিসা মিমো, মো: হাসান যুবায়ের, কৃষ্ণ কুমার দাস, মো: সাইফুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টু, রিমন কুমার ঘোষ, মো: দীন ইসলাম, রিপন কুমার মোহনত্মী, সালমান সাদিক, মো: বেলাল হোসেন, রোকনুজ্জামান সোহাগ, আব্দুল মালেক, মো: তাহের আলী, রাব্বী সালেহীন রকি, মেহেদী হাসান, মুহিবুর রহমান, অজিত কুমার, রম্নবেল হোসেন, শেখ মো: নান্নু, তাপস বর্মন, মো: শামীম, মো: রুবেল (জুনিয়র), জয় চক্রবর্তী, মীর মাহবুব আলী আকিব, আসিক মাহমুদ সাগর৷