1441794830

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৫: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ৷ এতে ইংরেজি বিভাগের এক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারার মাশফিক আহমেদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ বুধবার দুপুর ২টা থেকেই এ বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা৷ এসময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ এক পর্যায়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে লাঠিচাচর্জ ও টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ৷ বেলা ৩টার দিকে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে গেলেও অবস্থান নেয় রামপুরা ব্রিজের সামনে৷শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হটিয়ে এলাকা ঘিরে রাখে পুলিশ৷ সেইসঙ্গে জলকামানও নিয়ে আসে পুলিশ৷বাড্ডা থানার ওসি এমএ জলিল জানিয়েছেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে৷ তবে কোনো প্রকার লাঠি চার্জ কিংবা টিয়ার সেল নিক্ষেপের বিষয়টি অস্বীকার করেন তিনি৷

এদিকে পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীরাআবারও আফতাব নগরের সামনে মূল রাস্তায় অবস্থান নিয়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেন৷ এতে মালিবাগ-রামপুরা-নতুন বাজার মূল সড়ক বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷পরিস্থিতি মোকাবেলায় সাজোয়া যান, জলকামান নিয়ে দাঙ্গা পুলিশসহ পুলিশফোর্স রাস্তার দুই পাশে অবস্থান নেয়৷ এর আগে সড়ক অবরোধের ঘটনায় বুধবার বেলা ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ৷এতে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মাশফিক এলাহী চৌধুরীসহ ২০ শিক্ষার্থী আহত হন৷ তাদের বনশ্রী ফরায়েজী হাসপাতালে চিকিত্‍সা দেওয়া হয়েছে৷ ফরায়েজী হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্‍সকের সহকারী নজরুল ইসলাম বলেন, ২০ জনকে প্রাথমিক চিকিত্‍সা দেওয়া হয়েছে৷ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মাশফিক এলাহী চৌধুরী গুরুতর আহত হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে (ওটি) পাঠানো হয়৷

এ হাসপাতালের ওটির সার্জারি বিশেষজ্ঞ ও সার্জন অনুপ কুমার বিশ্বাস বলেন, মাশফিক এলাহী চৌধুরীর বাম হাতে একটি ও বুকে ৬ থেকে ৭টি ছররা গুলি লেগেছে৷ প্রাথমিক চিকিত্‍সা শেষে তাকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে৷ এর আগে বুধবার বেলা ২টার দিকে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর রামপুরায় ব্রিজের ওপর এ অবরোধ কার্যক্রম শুরু করে৷ এ সময় একদিকে রামপুরা ব্রিজ থেকে মালিবাগ, অন্যদিকে নতুনবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়৷এতে ভোগান্তিতে পড়ে পথচারীরা৷গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, সড়ক অবরোধের খবর জানার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই৷ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়৷