gazipur-accident-ed

দৈনিকবার্তা-গাজীপুর, ১১ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিআরটিসির একটি বাসের চাপায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন,আহত হয়েছেন অন্তত দুই জন।শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি মো. হেলালুজ্জামান জানান। ঘটনার পর স্থানীয়রা বাস চালক মাহবুবুর রহমানকে (২৭) আটক করে পুলিশে দেয় বলে জানান ওসি। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেরার দেওলী গ্রামের হানিফ মিয়ার ছেলে।নিহতদের মধ্যে আব্দুর রশিদের বাড়ি (৪৫) শ্রীপুরের ফরিদপুর গ্রামে ও মোশারফ হোসেনের বাড়ি (৩৮) একই উপজেলার ধনুয়া গ্রামে। আরেকজন হলেন আনুমানিক ৪১ বছর বয়সী নারী। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি হেলালুজ্জামান বলেন, ঢাকাগামী বিআরটিসি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাহনটি কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রশিদ ও ওই নারীর মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।তবে শ্রীপুর থানার ওসি মো.আসাদুজ্জামান বলছেন, হতাহতরা একটি অটোরিকশার আরোহী ছিলেন।স্থানীয় বরমী সড়কে চলাচলকারী একটি অটোরিকশা যাত্রী নিয়ে ওই মহাসড়কে দাঁড়িয়েছিল। বিআরটিসির ঢাকাগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পেছন থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন অন্তত তিনজন।এর মধ্যে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোশারফ হোসেন মারা যান বলে জানান তিনি।ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় অবরোধকারীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।