Gazipur-(4)- 13 September 2015-Human Chain

দৈনিকবার্তা-গাজীপুর, ১৩ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরে ভুল চিকিৎসায় সহপাঠী মৃত্যুর অভিযোগে মানববন্ধন করেছে গাজীপুর সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। রবিবার দুপুরে কলেজের সামনে এবং ভাওয়াল রাজবাড়ি সড়কের আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মহিলা কলেজের কয়েকশ শিক্ষার্থী ছাড়াও তার পরিবারের সদস্য এবং এলাকাবাসী অংশ নেন।কর্মসূচি শেষে ভুল চিকিৎসায় জড়িত চিকিৎসকদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। নিহত কলেজছাত্রী শারমিন সরকার ওই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

নিহতের মা মোসাঃ সুফিয়া সরকার জানান, তার মেয়ে শারমিন সরকারের জিহবায় সিষ্ট হওয়ায় তাকে চিকিৎসার জন্য গত ৩০ মে ঢাকার উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে ৪ জুন তার অস্ত্রোপচার করা হয়। তিনি জানান, ওই হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাঃ ফিরোজ আহমেদ খানের অধীনে তার মেয়ে শারমিনকে ভর্তি করেন এবং তিনি নিজে অস্ত্রপচার করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি নিজে অস্ত্রোপচার না করে তার সহকারি ডাঃ আবুল হোসেনকে দিয়ে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচার শেষে দুপুরে শারমিনের অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে নিয়ে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ১৩ জুন শারমিনের মৃত্যু হয়। এ ঘটনায় তিনি নিজে বাদি হয়ে ঢাকা উত্তরার পশ্চিম থানায় বাদি হয়ে ওই হাসপাতালের চিকিৎসক নাক,কান, গলা বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফিরোজ আহমেদ, একই বিভাগের সহকারি অধ্যাপক ডা. আবুল হোসেন, এনেসথেসিয়া বিভাগের সহকারি অধ্যাপক এম.এ করিম, একই বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ ফাইজুল ইসলাম চৌধুরীকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি ভুল চিকিৎসার কারণে তার মেয়ে শারমিনের মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।