.দৈনিকবার্তা-ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৫: সমর্থকদের বর্ণবাদী আচরণের শাসত্মি পেল হাঙ্গেরি ও রোমানিয়া ফুটবল দল৷ সমর্থকদের বর্ণবাদী আচরণের শাসত্মি স্বরূপ দর্শকবিহীন ফাঁকা স্টেডিয়ামে ইউরো ২০১৬ বাছাই পর্বের একটি করে ম্যাচ খেলতে হবে হাঙ্গেরি ও রোমানিয়াকে৷ গত ৪ সেপ্টেম্বর বুদাপেস্টে অনুষ্ঠিত হাঙ্গেরি এবং রোমানিয়ার মধ্যকার ‘এফ’ গ্রুপের ম্যাচে এই বর্ণবাদী আচরনের ঘটনা ঘটে৷ ফলে ফারো আইল্যান্ডের বিপৰে নিজেদের মাঠে দর্শক উপস্থিতি ছাড়াই রুদ্ধদার স্টেডিয়ামে খেলতে হবে হাঙ্গেরিকে৷ এর পাশাপাশি হাঙ্গেরিয়ান ফেডারেশনকে জরিমানা হিসেবে গুনতে হবে ৭ হাজার ইউরো৷
এছাড়া গত ৭ সেপ্টেম্বর গ্রীসের বিপৰে বাছাই পর্বের ম্যাচে রোমানিয়ার দর্শকরাও বর্ণবাদী আচরণ এবং সহিংসতায় লিপ্ত হয়েছিলো৷ যে কারণে রোমানিয়াকে জরিমানা গুনতে হবে ৬০ হাজার ইউরো৷ পাশাপাশি ইউরো ২০১৬ বাছাই পর্বে তাদের পরবতর্ী হোম ম্যাচটি খেলতে হবে দর্শক ছাড়াই৷ আগামী মাসে বুখারেস্টে ফিনল্যান্ডের বিপক্ষে হোম ম্যাচ খেলবে রোমানিয়া৷