দৈনিকবার্তা-রংপুর, ২১ অক্টোবর ২০১৫: রংপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এজেএম মনিরুল হাসনের আদালত বর্জন করেছেন আইনজীবীরা।বুধবার থেকে তারা ওই আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন। রংপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, ওই আদালতের বিচারক আইনজীবীদের সঙ্গে প্রায়ই অশোভন আচরন করে থাকেন। তা ছাড়া তিনি বিচারিক কাজেও নানা অনিয়ম করে থাকেন।
এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রীর ছবি আপত্তিকর অবস্থায় বিভিন্ন স্থানে উপস্থাপনের দায়ে পীরগঞ্জ থানার তথ্য-প্রযুক্তি আইনের একটি মামলার আসামিকেও জামিন দেন ওই বিচারক।এ নিয়ে পাবলিক প্রসিকিউটর আবদুল মালেক জামিন আদেশ বাতিলের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছেন।এদিকে ওই বিচারকের বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে করণীয় ঠিক করতে আইনজীবী সমিতির পক্ষ থেকে রোববার জরুরি বৈঠক ডাকা হয়েছে।