MP-liton--thereport24

দৈনিকবার্তা-গাইবান্ধা, ২১ অক্টোবর ২০১৫: শিশু সৌরভকে গুলি ও ভাংচুরের মামলায় গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আদালতে জামিনের আবেদন করেছেন৷বুধবার গাইবান্ধার অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউসুফিএ বিষয়ে শুনানির জন্য ২৫ অক্টোবর দিন রেখেছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যডভোকেট মো. সিরাজুল ইসলাম বাবু৷অ্যডভোকেট সিরাজই আদালতে সাংসদ লিটনের জামিন আবেদন জমা দেন৷ ক্ষমতাসীন দলের এই সাংসদ বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন৷এর আগে গত ১৫ অক্টোবর লিটনকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করেজামিন চাওয়া হলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান৷ গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে আহত হয় নয় বছরের শাহাদাত হোসেন সৌরভ৷ দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন৷তার বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন৷ এছাড়া গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি৷ এ মামলায় আসামি করা হয় দশজনকে৷

ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে লিটন হাই কোর্টে আবেদন করলে ১২ অক্টোবর তা খারিজ হয়ে যায়৷ এরপর দুই দিনের মাথায় তাকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশ৷পরদিন গাইবান্ধার আদালতে হাজির করা হলে বিচারক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠান৷ গাইবান্ধা জেলা কারাগারের সুপার মো. মাহবুব আলম জানান, এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগারে প্রথম শ্রেণির মর্যাদায় আছেন৷কারাবিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধাই তিনি পাচ্ছেন৷ তিনি সুস্থ আছেন; খাবার পাচ্ছেন কারা বিধি অনুযায়ী৷কারাগারে লিটনের কক্ষে একটি খাট, টেলিভিশন ও চেয়ার-টেবিল রয়েছে৷ প্রতিদিন একটি দৈনিক পত্রিকা পড়তে দেওয়া হচ্ছে৷ এছাড়া তার জন্য একজন সেবক নিযোগ করা হয়েছে বলে কারা কর্মকর্তারা জানান৷