পাবনার ভাঙ্গুড়ায় বয়লার বিস্ফোরণে ১ জন নিহত ও ২ জন আহত

দৈনিকবার্তা- পাবনা, ২২ অক্টোবর ২০১৫: পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় একটি ধানের চাতালে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার রূপসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম গনেশ চৌধুরী (৫০)। তিনি অষ্টমনিশা ইউনিয়নের রুপসী দক্ষিণপাড়া গ্রামের মৃত লক্ষণ চৌধুরীর ছেলে। আহতরা হচ্ছেন,-একই গ্রামের আব্দুল লতিফ (৬০) ও ভাঙ্গাজোলা গ্রামের রোমেছা খাতুন (৪০)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

নিহতের ভাই মোহন চৌধুরী জানান, উপজেলার রুপসী বাজারের পাশে উজ্জল হোসেনের ধানের চাতালে কাজ করতেন তার ভাইসহ ওই শ্রমিকরা। ঘটনার সময় উজ্জলের চাতাল সংলগ্ন গোলজার হোসেনের ধানের চাতালের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিস্ফোরিত বয়লারের আঘাতে ঘটনাস্থলেই গনেশ চৌধুরী নিহত হন। রোমেছা ও লতিফ গুরুতর ভাবে আহত হয়েছেন। এদের মধ্যে রোমেছাকে গুরুতর অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লতিফ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাড়ী ফিরে গেছে।বিকেলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, থানায় হতাহতদের কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।