home-mins-35702

দৈনিকবার্তা-ঢাকা, ২২ অক্টোবর ২০১৫: দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুষ্কৃতকারীদের মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ টাঙ্গাইলে দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে আহত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিন (র্যাব) সদস্যের খোঁজ-খবর নিতে বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷তিনি বলেন, হামলায় আহত র্যাব সদস্য এখন আশঙ্কামুক্ত রয়েছে৷সন্ত্রাস দমনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদও জানান মন্ত্রী৷সাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে নিরাপত্তাহীনতার আশঙ্কার কথা জানালেও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি মার্কিন রাষ্ট্রদূতসহ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলীয় হাইকমিশনার৷

তিনি বলেন, তারা অনুমাননির্ভর কথা বরছেন৷ আমি তাদের কাছে তথ্য থাকলে তা খোলাসা করতে বলেছি৷ তারা সুর্দিষ্ট তথ্য দিতে পারেননি৷ তবে তারা সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন৷ মন্ত্রী বলেন, সরকারের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে কিনা তা কূটনীতিকরা জানতে চেয়েছেন৷ আমরা বলেছি, চলমান থাকবে৷ দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় আইএস কিংবা কোনো মৌলবাদী জঙ্গির কথা তারা বলেননি৷ আমরাও বলেছি এতে আইএস বা জঙ্গিদের জড়িত থাকার কোনো ক্লু পাইনি৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, খুব তাড়াতাড়ি বিদেশি হত্যার রহস্য উন্মোচন করা হবে৷