meherpur2-300x185

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২২ অক্টোবর ২০১৫: নারীদের উত্যক্তের প্রতিবাদ করায় সার্বজনীন দুর্গা পূজার অনুষ্ঠানে চিহ্নিত বখাটেরা হামলা চালিয়ে দায়িত্বরত এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০জনকে আহত করেছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সমরসিংহ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে৷

মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুশান্ত বকসি জানান, রাত নয়টার দিকে মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে নারীদের বিভিন্ন ধরনের উত্যক্ত শুরু করে ডুমুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী সরদারের বখাটে পুত্র সোহেল সরদার৷ এতে আয়োজক কমিটির সদস্যরা বাঁধা প্রদান করায় বখাটে সোহেলের সাথে তাদের বাগ্বিতন্ডা হয়৷ একপর্যায়ে সোহেলের নেতৃত্বে জলিল, অলিল সরদারসহ তার ১০/১২জন সহযোগীরা হামলা চালিয়ে মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্য (বরিশাল পুলিশ লাইনের কনষ্টবল) মো. মোস্তফাসহ আগত দশনার্থীদের পিটিয়ে আহত করে৷ হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছে৷ খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পেঁৗছলে হামলাকারীরা পালিয়ে যায়৷ একইদিন রাতে মাহিলাড়া ইউনিয়নের বেজহার সরকার বাড়ির পূজা মন্ডবের অনুষ্ঠানে বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছে বেজহার গ্রামের পরী সরকারের পুত্র দোলন সরকার ও প্রতিবেশী দোলন সরকার৷ এ ঘটনায়