Thakurgaon Humanchain Pic_1

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৩১ অক্টোবর ২০১৫: সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুর্নবহালসহ উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭টি দফতরের বেতন ভাতায় ইউএনও’র কর্তৃত্ব প্রদানের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে প্রকৃচি বিসিএস ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি ঠাকুরগাঁও জেলা ও উপজেলা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, বিএমএর সভাপতি ডা: আবু মো: খয়রুল কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী, শিশু বিশেষজ্ঞ ডা: শাহজান নেওয়াজ, সদর উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।বক্তারা অবিলম্বে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, ইউএনও’র কর্তৃত্ব বাতিল এবং আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন করার দাবি জানান বক্তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।