Saju Tanore 02-11-2015 amsho futbol khela photo-1দৈনিকবার্তা-তানোর, ২ নভেম্বর, ২০১৫: রাজশাহী জেলা আ’লীগ সভাপতি শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটি’র সভাপতি ও রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ ওমর ফারম্নক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে ফুটবল খেলার পরিবেশ ফিরিয়ে এনেছে, দেশে এখন খেলা ধুলার সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে৷ বাংলাদেশের জনপ্রিয় ফুটবল খেলা জামায়াত বিএনপি’র আমলে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, বর্মতান সরকার সেই জনপ্রিয় ফুটবল খেলার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে এনেছে৷ যামায়াত বিএনপি’র মদদে দেশের যুবকদের জঙ্গি বানিয়েছিল আর বর্তমান সরকার দেশের যুবকদের মানসিক বিকাশের জন্য খেলার পরিবেশ সৃষ্টি করেছে৷
গতকাল সোমবার বিকালে তানোর আমশো আমটিয়ারা ফুটবল মাঠে আমশো সোনালী সংঘের আয়োজনে ১৬টি দলের অংশ গ্রহনে পুরম্নস্কার হিসাবে ২টি মটরসাইকেল দিয়ে ২দিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরম্নস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন৷ তিনি আরো বলেন, যামায়াত বিএনপি এখনো দেশে ও বিদেশে দেশ বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে, কিন্তু এদেশের জনগন তা হতে দেবেনা, বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে দেশ এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে৷ এর আগে তিনি ৫লাখ ৮০হাজার টাকা ব্যায়ে ওই মাঠের উত্তর পার্শে পুকুরের পটেকশনাল ওয়ালের নির্মান কাজের উদ্বোধন করেন৷

তানোর আমশো সোনালী সংঘের সভাপতি মসলেম উদ্দিন মোলস্নার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার পুরম্নস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’লীগ সভাপতি মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, কলমা ইউপি চেয়ারম্যান ও তানোর উপজেলা যুবলীগ সভাপতি লুত্‍ফর হায়দার রশিদ ময়না, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, তানোর উপজেলা আ’লীগ সংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, তানোর পৌরসভাপ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি এ্যাডভোকেট আব্দুল আহাদ আলী মন্ডল, সরনজাই ইউপি আ’লীগ সভাপতি আব্দুল মালেক, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, তানোর পৌর যুবলীগ আহবায়ক রাজিব সরকার হিরো, তানোর পৌর যুবলীগ সাবেক সভাপতি ইকবাল আলী মোলস্না, যুবলীগ নেতা আরিফুজ্জামান বাচ্চু মোলস্না, অনুষ্ঠান পরিচালনা করেন বাবুল হোসেন৷ এসময় হাজার হাজার দর্শক উক্ত খেলা উপভোগ করেন৷ উক্ত পুরম্নস্কার বিতরনী অনুষ্ঠানে আমশো গ্রামের বিএনপি নেতা ময়েজ মোলস্না প্রায় শতাধীক নেতাকর্মি নিয়ে সংসদ ফারম্নক চৌধরীর হাতে ফুলের তোড়া দিয়ে আ’লীগে যোগদান করেন এসময় সংসদ সকলকে ফুলের মালা পরিয়ে আ’লীগে বরণ করে নেন৷ ফাইনাল খেলায় মোহনপুর ধুরইল যুব সংঘ কাশেম বাজার একতা সংঘকে (১-০) গোলে হারিয়ে চাম্পিয়ান হয়েছে৷ ১ম পুরস্কার ১টি ১শ’ সিসি টিভিএস মটরসাইকেল ও ২য় পুরম্নস্কার ১টি ৮০সিসি ডায়াং মটরসাইকেল দেয়া হয়৷