file (4)

দৈনিকবার্তা-ঢাকা, ৩ নভেম্বর ২০১৫: ডিপিডিসির মগবাজার গ্রীড উপকেন্দ্রে ১৩২/৩৩ এবং ৩৩/১১ কেভি উপকেন্দ্র সমূহের বাত্‍সরিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)মোঃ নজরুল হাসান৷ মঙ্গলবার উদ্বোধন কালে তিনি বলেন, এই রক্ষণাবেক্ষণ কাজের সাথে প্রশিক্ষণও ওতপ্রেতভাবে যুক্ত৷ তিন মাসব্যাপী এ কাজে নানা প্রকার মেরামেত ও রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলে যার মাধ্যমে ডিপিডিসির কর্মকর্তা কর্মচারিরা অন জব ট্রেনিং গ্রহণ করতে পারে৷ বিশেষ করে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিরা এই বাত্‍সরিক কাজের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে৷ আগামীতে এই কার্যক্রমের সাথে প্রশিক্ষণকে যুক্ত করার বিষয়ে মত প্রকাশ করেন৷বর্তমানে এই রক্ষণাবেক্ষণ কাজে সাটডাইন বা বিদু্যত্‍ সরবরাহ বন্ধ রাখার প্রয়োজন হয় কিন্তু আগামীতে উপকেন্দ্রগুলোকে এমন ভাবে সমৃদ্ধ করা হবে যে রক্ষণাবেক্ষণকালীন কোনো বিদু্যত্‍ বন্ধের প্রয়োজন হবে না৷

তিনি হাতিরঝিলের এই উপকেন্দ্রটি আরো আধুনিক করে এখানে একটি বহুতলভবন নিমার্ণের পরিকল্পনা সহ হাতিরঝিলের সৌন্দর্য আরো বৃদ্ধির বিষয়ে ডিপিডিসি কর্তক নানা পরিকল্পনার কথা উল্লেখ করেন৷ বাত্‍সরিক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পিডিসির প্রধান প্রকৌশলীগণ সহ উধর্্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷