download

দৈনিকবার্তা-ঢাকা, ৩ নভেম্বর ২০১৫: হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত৷ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার অভিযোগপত্র আমনে নিয়ে তাদের পলাতক দেখিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন৷ গ্রেফতার সংক্রান্ত তামিল টওতিবেদন দাখিলের জন্য ২৭ জানুয়ারির দিন ধার্য করেন আদালত৷

গ্রেফতারি পরোয়ানা জারির উল্লেখ্যযোগ আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও শফিকুল ইসলাম বাদশা৷২০১৫ সালের ২০ মার্চ রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷ অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ২১ জনকে পলাকত দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন৷২০১৩ সালের ২৯ ডিসেম্বর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগ করা হয়৷ ওই ঘটনায় মানসুর প্রকানিয়া নামে একজন মারা যান৷ ৩০ ডিসেম্বর ওই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন৷অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও সালাহ উদ্দিন আহমেদসহ ৪৯ জনের নাম উল্লেখ রয়েছে৷