du-teachers_1688

দৈনিকবার্তা-ঢাকা, ৩ নভেম্বর ২০১৫: জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি৷মঙ্গলবার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ এ আহ্বান জানান৷

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সকল দায়ভার মাথায় নিয়ে জাতীয় স্বার্থে পদত্যাগ করুন৷হত্যাকাণ্ডের ইস্যুতে সরকার নিষি্ক্রয় অবস্থায় আছে মন্তব্য করে তিনি বলেন, দেশের বড় বড় আন্দোলনের পেছনে ঢাবির শিক্ষক-ছাত্ররা জড়িত৷ দেশের স্বাধীনতা, ভাষা আন্দোলনের মতো বড় বড় ইস্যুর সঙ্গে এই বিশ্বিবিদ্যালয় জড়িত৷ তাই আমি বলবো এখনো যদি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা রাস্তায় নামে তাহলে জানিনা কার অবস্থা কি হবে৷ফরিদউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হত্যাকাণ্ডকে বার বার বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছেন৷ তিনি এখনো এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি৷ তিনি ব্যর্থ হয়েছেন৷ তার উচিত হবে জাতীয় স্বার্থে পদত্যাগ করা৷মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ৷ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল৷

এসময় আরো বক্তব্য দেন- টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আজিজ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমা শাহীন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক জিয়া রহমান, অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রমুখ৷এদিকে ব্লগার ও প্রকাশকসহ মুক্তমনাদের খুনিদের গ্রেফতার করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে তার কুশপুতুল পুড়িয়েছে চারটি বাম ছাত্র সংগঠন৷মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তার কুশপুতুল পোড়ানো হয়৷