BGB

দৈনিকবার্তা-ঢাকা, ৩ নভেম্বর ২০১৫: বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক ও ‘মাদকদ্রব্য শনাক্তে বিজিবি’র প্রশিক্ষিত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে৷বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) সদর দফতরের (জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি জানান, দুটি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিজিবি’র প্রশিক্ষিত ডগ হ্যান্ডলার দ্বারা পরিচালিত দুটি পৃথক ডগ স্কোয়াড প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে৷তিনি আরও জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুর থেকেই বিজিবি’র ১টি ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রম শুরু করেছে৷ অপরদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা থেকে বিজিবি’র অপর ডগ স্কোয়াডটি তল্লাশি কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি৷চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরাপত্তা জোরদার করতে মঙ্গলবার ‘ডগ স্কোয়াড’ নিয়ে তল্লাশি চালিয়েছে৷বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানান৷তিনি জানান, বিজিবি একই উদ্দেশ্যে বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাবে৷স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামপ্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷ এর অংশ হিসেবে ওই তল্লাশি চালানো হচ্ছে৷