file (4)

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ নভেম্বর ২০১৫: এ বছরও গতবছরের মতো রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান৷বুধবার এনবিআর সম্মেলনে কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ট্যাঙ্ গাইডের মোড়ক উম্মোচন করে তিনি এ মন্তব্য করেন৷নজিবুর রহমান বলেন, এনবিআর সবাইকে নিয়ে কাজ করছে৷ আমরা এমন সব সম্ভাবনা দেখছি, এ বছরও গতবছরের মতো রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে৷চেম্বার বডিকে কর অব্যাহতি বিষয়ে তিনি বলেন, এনবিআর কর অব্যাহতি সংস্কৃতি পরিহার করছে৷ যেসব জায়গায় কর অব্যাহতি পাওয়ার যোগ্য সেগুলো ইতিবাচক হিসেবে বিবেচনা করছে৷ আগামী বাজেটে এ বিষয়ে পদক্ষেপ থাকবে৷

ব্যবসায়ীদের আশ্বস্ত করে এনবিআর চেয়ারম্যান বলেন, কর্মকর্তারা সর্বোচ্চ সেবা দেবে, হয়রানি করবে না৷ এনবিআরের নীতি হচ্ছে, জিরো টলারেন্স অ্যাগেইনেস্ট করাপসশান, হ্যারাসমেন্ট ইন ডিসিপ্লিন অ্যান্ড মিস কন্ডাক্ট৷ এনবিআর ও ব্যবসায়ীরা হাতের এপিঠ-ওপিঠের মতো৷এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনবিআরে কোনো কোন্দল নেই৷ সহকর্মীরা সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করছে৷নজিবুর রহমান বলেন, প্রতিবছর প্রথম কোয়ার্টারে লক্ষ্যমাত্রা কম ধরা হয়৷ এ বছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করায় প্রতি কোয়ার্টারে সমান লক্ষ্যমাত্রা করে দেওয়া হয়েছে৷ বছরের প্রথমে কিছু চ্যালেঞ্জ থাকে৷ এবার প্রথম কোয়ার্টারে আমদানিতে কিছু চ্যালেঞ্জ ছিল৷বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনসহ কয়েকটি সংস্থা ভ্যাট আদায় করলেও সময় মতো পরিশোধ করেনি বলে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি৷ তবে এনবিআর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের দিকে যাচ্ছে, বলেন তিনি৷

করমেলার মাধ্যমে মানুষ কর দিতে আগ্রহী হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এসব বিবেচনায় এবার ১৯-২১ নভেম্বর একটি শীতকালীন করমেলা করা হবে৷ এতে ব্যবসায়ীসহ সব করদাতা বেশি বেশি কর দিতে আগ্রহী হবে৷ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, নতুন উদ্যোক্তারা ব্যবসায় নামার ক্ষেত্রে করের বিষয়ে তাদের যেন ভীতি না কাজ করে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে৷ ব্যবসায়ীদের একটা বড় অংশ ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের ব্যবসায় সব সময় লাভ হয় না৷ তাই কর দিতে পারে না৷ বোর্ড প্রতিবছর তাদের কর বাড়িয়ে দেয়৷ট্যাঙ্ নেট বাড়ানো ও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীরা এনবিআরকে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি৷ডিসিসিআই’র পরিচালক আব্দুস সালাম বলেন, ব্যবসায় লাভ না হলেও কর বাড়িয়ে আমাদের হয়রানি করা হচ্ছে৷ হয়রানি না করে বন্ধুসুলভ আচরণ করলে ব্যবসায়ীরা কর দিতে উত্‍সাহী হবে৷ শুধু আয়কর নয় ভ্যাটের ওপর মেলা করা হলেও ব্যবসায়ীরা হয়রানি ছাড়াই ভ্যাট দিতে পারবে৷পরে এনবিআর চেয়ারম্যান ডিসিসিআই’র ২০১৫-১৬ অর্থবছরের ট্যাঙ্ গাইডের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে রাজস্ব বোর্ড সদস্য ও ডিসিসিআই পরিচালকরা উপস্থিত ছিলেন৷