Thakurgaon Bgb Hospital Pic-1

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০৪ নভেম্বর ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ঠাকুরগাঁওয়ে প্রায় দুইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্ডার গার্ড হাসপাতালটি৷ অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে উত্তরের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামরীসহ আশপাশের কয়েকটি জেলার রোগীরা স্বল্পমূল্যে চিকিত্‍সা সেবা পাবেন এই হাসপাতাল থেকে৷

ধনী-গরীর নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সব চেয়ে কমমূল্যে সেবা দিতে চায় ঠাকুরগাঁওয়ে অবস্থিত বিজিবি হাসপাতাল৷ এছাড়া হাসপাতালটি উন্নত অবকাঠামো, প্রযুক্তিগত উত্‍কর্ষতা, বিশেষজ্ঞ চিকিত্‍সক ও দক্ষ জনশক্তির মাধ্যমে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সদা প্রস্তুুত৷

বর্ডার গার্ড হাসপাতাল সূত্র জানান, হাসপাতালে বর্তমানে মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, গ্যাস্ট্রো এন্ট্রোলজি, ডায়াবেটিকস, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি অ্যান্ড অবস, চক্ষু, নাক, কান ও গলা, ডেন্টাল, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি, অর্থোপেডিঙ্ ও নেফ্রোলজি বিভাগসমূহে চিকিত্‍সকরা নিয়মিত চিকিত্‍সা সেবা প্রদান করবেন৷

তাছাড়া আধুনিক ও উন্নত প্যাথলজিক্যাল ল্যাব, ডিজিটাল এঙ্-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজিসহ সব ডায়াগনস্টিক সেবা চালু হবে শিগগিরই৷ তবে এই হাসপাতাল থেকে শতকরা ৪০ ভাগ বাইরের মানুষ সেবা নিতে পারবেন৷স্বল্প সময়ের মধ্যে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ফিজিওথেরাপিসহ অন্য সব বিভাগ চালু হবে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়৷

সমাজ সেবক সফিকুর ইসলাম জানান, উত্তরের অবহেলিত জেলা ঠাকুরগাঁও৷ এই জেলায় একমাত্র ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের উপরই সকলে নির্ভরশীল৷ এই হাসপাতালে প্রয়োজনীয় জিনিসপত্র, ডাক্তারসহ নানা রকম সমস্যায় সঠিক চিকিত্‍সা পায়না রোগীরা৷ একটু কিছু হলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ডাক্তাররা৷ কিন্তু আমাদের শহরে বর্ডার গার্ড হাসপাতাল পুর্ণাঙ্গ চালু হলে আর রংপুর কিংবা ঢাকা যেতে হবে না রোগীদের৷ এতে করে অর্থ এবং সময় সব দুটোই বাঁচবে৷

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, সরকার স্বাস্থ্যসেবা জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে বদ্ধপরিকর৷ সে লক্ষ্যেই আমাদের ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতাল নির্মান করা হয়েছে৷ এখানে বাইরের ৪০ ভাগ মানুষ চিকিত্‍সা সেবা পাবে৷ অতি শিগগিরই প্রধানমন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী এই হাসপাতালের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে৷

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক তুষার বিন ইউনুস জানান, প্রাথমিকভাবে হাসপাতালের কার্যক্রম চালু হয়েছে৷ এই হাসপাতালে পূর্ণাঙ্গ চালু হলে সামরিক ও বে-সামরিক মানুষ সেবা পাবে৷ কিছু দিনেই মধ্যে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি চালু হবে বলে আশা করা হচ্ছে৷