রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচেছ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

দৈনিকবার্তা-রাজশাহী, ০৭ নভেম্বর ২০১৫: এই প্রথমবারের মতো দুই বাংলার চলচ্চিত্র নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচেছ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ২৪ নভেম্বর প্রর্যন্ত।শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচিত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল। এসময় অন্যান্যদের মধ্যে বিভাগের সভাপতি ড.প্রদীপ কুমার পান্ডে, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, প্রভাষক মামুন আব্দুল কাইয়ুম ও রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন উপস্থিত ছিলেন।সম্মেলনে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যৌথ আয়োজনে ও ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই সাথে আগামী ১৯, ২০ ও ২৩ নভেম্বর চলচ্চিত্র বিষয়ে লিখিত ১০টি প্রবন্ধ নিয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র প্রদর্শন ও সেমিনার সকলের জন্য উন্মক্ত থাকবে।

সম্মেলনে আরো বলা হয়, উৎসবে বাংলাদেশ ও ভারতের মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য,স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য প্রদর্শিত হবে। প্রর্দশনী অনুষ্ঠানের উদ্ধোধন করবেন আন্তর্জাতিকভাবে নন্দিত ভারতীয় চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ও গেরিলাখ্যাত বাংলাদেশি চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ। এছাড়াও সমাপনীতে উপস্থিত থাকবেন খ্যাতিমান বাংলাদেশি চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম ও পরিচালক মসিহউদ্দিন শাকের।উল্লেখ্য, কারিগরি সহায়তা দিচ্ছে ঢাকার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, রাজশাহীর হ্রত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও রাজশাহী ফিল্ম সোসাইটি।