গ্যাস-সিলিন্ডার-বিস্ফোর

দৈনিকবার্তা-মাদারীপুর, ১৫ নভেম্বর ২০১৫: মাদারীপুরের কালকিনি উপজেলা গোপালপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে পিতা পুত্রসহ ৫জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিরার সকাল সাড়ে ৯টার দিকে। তবে এই ঘটনায় একটি বেসরকারী টেলিভিশন ৪ জন মৃতুর একটি গুজব ছড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগছে, রবিবার সকালে কালকিনি গোপালপুর কুন্ডুবাড়ির মেলায় খেলনা বেলুনে গ্যাস ভরতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডর বিষ্ফোরিত হয়ে বরিশালের আগৈলঝড়া উজেলার গৈলা গ্রামের সিরাজ সরদার (৫২) ও তার দুই ছেলে সুমন সরদার (২৪), হৃদয় সরদার (১৮) এবং কালকিনির বালিগ্রামের আসলাম খান (৩০), মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার শাহাদাত (২৫) গুরুত আহত হয়েছে। আহদের মধ্যে সিরাজ সরদারের অবস্থা গুরুতর।কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের প্রথমে কালকিনি পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।