দৈনিকবার্তা-ফেনী, ২৮ নভেম্বর ২০১৫: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া পাকিস্তানের দোসর রাজাকারদের নিয়ে ৯৩ দিন আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে। তার হাতে এখনো রক্তের দাগ। তাই রক্তের দাগ নিয়ে খালেদা জিয়াকে রাজনীতিতে ঢুকতে দেয়া হবে না। গতকাল শনিবার ফেনী শহরের মিজান ময়দানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, ক্ষমতার জন্য গণতন্ত্রের মুখোশধারী জঙ্গী নেত্রী খালেদা জিয়া জামায়াতকে নিয়ে বিদেশী নাগরিক হত্যা, মুসজিদে গুলি ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টি করছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি নেত্রীর এসব অপকর্ম রুখে দিতে হবে।জাসদ’র ফেনী জেলা সভাপতি সফিউদ্দিন আহমেদ বেলাল সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া,কার্যকরী কমিটির সভাপতি মইনুদ্দিন খান বাদল এমপি, ফেনী জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান, জাসদের কার্যকরী কমিটির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ খালেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক এড. হাবিবুর রহমান সওকত প্রমূখ। অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।জাতীয় ও দলীয় পতাকা, পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরিন আখতার।