bcb-chairman_14844

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ নভেম্বর ২০১৫: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লো স্কোরিং ম্যাচ এবং ক্রিকেটারদের অফ ফর্মে দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার এ কথা জানিয়েছেন। তবে ক্রিকেটারদের বেশি বেশি ম্যাচ খেলা এবং মাঠের একই পিচে অধিক ম্যাচ খেলার কারণে রান কম হচ্ছে বলে মনে করেন তিনি।নাজমুল হাসান পাপন বলেন, বিপিএলে অনেকেই রান পাচ্ছে। তবে জাতীয় দলের ভালো খেলোয়াড় সৌম্য সরকার, সাব্বিরসহ অনেকেই রান পাচ্ছেন না। একটানা ক্রিকেট খেলায় এ সমস্যা হচ্ছে। তিনি বলেন, অন্যান্য মাঠে যেখানে বছরে ৪০-৫০টা ম্যাচ হয়। সেখানে আমাদের মাঠে প্রায় ২শ ম্যাচ হচ্ছে। কম রান হওয়ার পেছনে এটাও একটা কারণ।

তবে বিপিএলের খেলায় দর্শকদের আগ্রহের প্রশংসা করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, বর্তমানে মাঠে অনেক দর্শক আসছে। সাধারণত সেমি ফাইনাল বা ফাইনালে আমরা মাঠে এমন দর্শক দেখে থাকি। তবে প্রথম রাউন্ডের ম্যাচেই অনেক দর্শক মাঠে আসছে। এটা একটা ভালো দিক।এদিকে জাতীয় দলের খেলোয়াড়রা বিপিএল নিয়ে ব্যস্ত থাকলেও প্রধান কোচ চন্ডিকা হাথুরা সিংহ ছুটি নিয়ে দেশে গেছেন বলে জানিয়েছেন পাপন। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সামনে থাকা এশিয়া কাপের দল বাছাই নিয়ে সমস্যা হবে কি না এ বিষয়ে এক প্রশ্নে পাপন বলেন, আমার মনে হয় না দল বাছাইয়ে কোনো সমস্যা হবে। বিপিএলের আসর থেকেই আমরা মূল দল বাছাই করতে পারবো।