2015_11_27_22_14_51_7xX7GILaCdvsSHZDzRqr3BZoqPHVcS_original

দৈনিকবার্তা-ঢাকা, ০৬ ডিসেম্বর ২০১৫: ম্যাচ হবে এক তরফা, এমনটাই আশংকা ছিল৷ তবে তাই হয়েছে৷ কিন্তু যাদের দুরুন্ত গতিতে আগানোর কথা ছিল, সেই বরিশাল বুলসই ভূপাতিত৷ আর হারতে হারতে ক্লান্ত যারা, সেই সিলেট সুপার স্টার্স শিবিরের মুখেই দিন শেষে উচ্ছল হাসি৷ সেই হাসিতে লুকিয়ে থাকল শেষ চারের উঠার স্বপ্নের হাতছানি৷রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশালকে মাত্র ৫৮ রানে অলআউট করে জয়ের পথ তৈরিই করে রেখেছিলেন সিলেটের বোলাররা৷অথচ ম্যাচটি ভিন্নরকমও হতে পারত৷ কিন্তু হয়নি৷রোববার বিপিএলের প্রথম ম্যাচে বরিশালের হয়ে ব্যাট হাতে ব্যর্থ গেইল-লুইস থেকে শুরু করে লেজের শেষ ব্যাটসম্যানটিও৷ ফলে যা হবার তাই হয়েছে৷ মাত্র ৫৮ রানে অলআউট৷ বিপিএলের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে জিতবে বরিশাল, তা কেউ ভাবেনি৷ হয়েছেও তাই৷ মাত্র ৫৯ রানের টার্গেটে খেলতে নেমে সিলেট সুপার স্টার্স জয়ের বন্দরে পৌছে যায় ৫২ বল হাতে রেখে মাত্র ১ উইকেটে হারিয়ে৷ নয় উইকেটের দারুণ জয় পায় মুশফিকের পরিবর্তে আফ্রিদির নেতৃত্বে মাঠে নামা সিলেট সুপার স্টার্স৷

জিতলেই শেষ চারে চলে যেত বরিশাল৷ কিন্তু এমন বাজে হারে তাদের প্রতীক্ষা বাড়ল৷ অন্যদিকে দাপুটে এমন জয়ে শেষ চারে যাওয়ার স্বপ্ন জিইয়ে রাখল মুশফিকুরেরা৷ সাত ম্যাচে সিলেটের এটি দ্বিতীয় জয়৷ পয়েন্ট চার৷ অন্যদিকে বরিশালের সপ্তম ম্যাচে এটি দ্বিতীয় হার৷জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট সুপার স্টার্স৷ ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই সিলেট ওপেনার মুনাবিরাকে সাজঘরে ফেরান বরিশালের পাকিস্তানী পেসার মোহাম্মদ সামি৷ পাঁচ বল খেলে শূণ্য রানে সাজিদুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি৷ দলীয় রানও তখন শূণ্য৷

তবে দ্বিতীয় উইকেট জুটিতে জুনাইদ সিদ্দিকী ও নুরুল হাসান সাবধানে ব্যাট চালাতে থাকেন৷ লক্ষ্য ছোট হওয়াতেই এত ধীরস্থির ছিলেন দুজন৷ শেষ পর্যন্ত এই জুটিতেই জয় পায় সিলেট৷ তাইজুলের বলে বাউন্ডারি হাঁকিয়ে সিলেটের জয় নিশ্চিত করেন নুরুল হাসান৷ ৩৭ বলে ৩৪ রানে জুনাইদ সিদ্দিকী ও ২৬ বলে ২৩ রানে নুরুল হাসান অপরাজিত থেকে মাঠ ছাড়েন৷ ১১.২ ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৬২ রান৷এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বরিশাল বুলস মাত্র ১৬ ওভারে অলআউট হয় ৫৮ রান করে৷ ক্রিস গেইল করেন আট বলে আট রান৷ দলীয় সর্বোচ্চ ১৬ রান করে পেসার মোহাম্মদ সামি৷ দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন চলতি আসরের প্রথম সেঞ্চুরিয়ান এভিন লুইস৷ বরিশালের আর কোন ব্যাটসম্যানই ছুঁতে পারেনি দুই অংকের রান৷ সিলেটের হয়ে দুর্দান্ত বোলিং ফিগার ইংলিশ ক্রিকেটার রবি বোপারার৷ চার ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন তিনটি উইকেট৷ মোহাম্মদ শহীদ, শহীদ আফ্রিদি, ও রুবেল হোসেন দুটি, সোহেল তানভির নেন একটি করে উইকেট৷