SAMSUNG CSC

দৈনিকবার্তা-গাজীপুর, ০৬ জানুয়ারি ২০১৬: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কীটতত্ত্ব বিভাগের চলমান গবেষণা কর্মসূচি ও সাম্প্রতিক কালে উদ্ভাবিত প্রযুক্তি সমূহের উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাজীপুরস্থিত বারি’র কীটতত্ত্ব বিভাগের ১ ও ২ নং গবেষণা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বারি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাঠ দিবস কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ভাগ্য রাণী বণিক, পরিচালক (পরিকল্পনা ও মুল্যায়ন) ড. বীরেশ কুমার গোস্বামী এবং গাজীপুর জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

মাঠ দিবসে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ নূরুল আলম।মাঠ দিবস কার্যক্রমের অংশ হিসাবে অতিথি ও কৃষকবৃন্দ সরেজমিনে কীটতত্ত্ব বিভাগের চলমান গবেষণা কার্যক্রম ও সম্প্রতি উদ্ভাবিত পরিবেশ সম্মত প্রযুক্তিসমূহ ও মিউজিয়াম মাঠ পরিদর্শন করেন এবং বিস্তারিত মতামত প্রদান করেন।মাঠ দিবস অনুষ্ঠানে বিএআরআই এর বিজ্ঞানীবৃন্দ ছাড়াও গাজীপুরের বিভিন্ন অঞ্চলের প্রায় শতাধিক কৃষক অংশ গ্রহণ করেন।